Terms & Conditions
সেবা ব্যবহারের অনুমতি
আপনি এই ওয়েবসাইট/অ্যাপ শুধুমাত্র আইনসম্মত এবং বৈধ উদ্দেশ্যে ব্যবহার করবেন। কোনো অবৈধ বা ক্ষতিকর কাজে এর ব্যবহার নিষিদ্ধ।
কনটেন্টের মালিকানা
এই সাইটে/অ্যাপে প্রদত্ত সব লেখা, ছবি, ভিডিও, লোগো এবং অন্যান্য উপাদান আমাদের মালিকানাধীন বা লাইসেন্সপ্রাপ্ত। অনুমতি ছাড়া এসব কনটেন্ট কপি, হুবহু ব্যবহার বা বিতরণ করা নিষিদ্ধ।
ব্যবহারকারীর দায়িত্ব
আপনি যে কোনো তথ্য, মন্তব্য বা ফিডব্যাক প্রদান করলে, তার যথার্থতা ও আইনগত দায় আপনার নিজের। কোনো ধরনের অশ্লীল, অবমাননাকর বা বেআইনি তথ্য প্রদান করা যাবে না।
সেবায় পরিবর্তন
আমরা যেকোনো সময়ে আমাদের সেবা, শর্তাবলি বা কনটেন্ট পরিবর্তন, সংশোধন বা বন্ধ করার অধিকার সংরক্ষণ করি।
তৃতীয় পক্ষের লিংক
এই ওয়েবসাইট/অ্যাপে তৃতীয় পক্ষের লিংক থাকতে পারে। আমরা সেসব ওয়েবসাইটের বিষয়বস্তু বা নিরাপত্তার জন্য দায়ী নই।
দায়িত্বের সীমাবদ্ধতা
আমরা কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য দায়ী থাকব না যা এই সাইট/অ্যাপ ব্যবহারের ফলে হতে পারে।
আইন ও বিচারব্যবস্থা
এই শর্তাবলিগুলো বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে এবং যেকোনো বিরোধ বাংলাদেশের আদালতে নিষ্পত্তি হবে।
যোগাযোগ
যেকোনো প্রশ্ন বা উদ্বেগের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন: hstudipshikha@gmail.com