HSTU বি ইউনিট মানবন্টন ২০২৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে (HSTU B Unit) ভর্তি পরীক্ষার প্রস্তুতির পূর্বে HSTU বি ইউনিট মানবন্টন জানা জরুরি। হাবিপ্রবির বি ইউনিটের ভর্তি পরীক্ষার মানবন্টন জানার মাধ্যমে আপনি আপনার প্রস্তুতির রোডম্যাপ আরো সুন্দর ও গোছানো ভাবে তৈরি করতে পারবেন। আজকের এই লেখায় আমরা HSTU B Unit মানবন্টন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

পরীক্ষা কত নম্বরের?

HSTU বি ইউনিটের ভর্তি পরীক্ষার মেধাক্রম তৈরি হয় ১৫০ নম্বর এর উপর। এর মাঝে ১০০ নম্বর এর MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাকি ৫০ নম্বর জিপিএ এর উপর। HSC জিপিএ কে ৬ দ্বারা এবং SSC জিপিএ কে ৪ দ্বারা গুন করলে উক্ত ৫০ নম্বর এ কত পাচ্ছেন তা সহজেই বের করতে পারবেন। HSTU B Unit Mark Distribution দেয়া হলো –

HSTU বি ইউনিট মানবন্টন

HSTU বি ইউনিট মূলত ইঞ্জিনিয়ারিং ইউনিট। পদার্থ, রসায়ন, গনিত ও ইংরেজি এর উপর MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়। HSTU বি ইউনিট মানবন্টন –

  • পদার্থ – ২৫ নম্বর
  • রসায়ন – ২৫ নম্বর
  • গনিত – ২৫ নম্বর
  • ইংরেজি – ২৫ নম্বর।

এই ইউনিটে রয়েছে আর্কিটেকচার সাবজেক্ট। এই সাবজেক্ট পেতে হলে উপরের বিষয়গুলোর পাশাপাশি অংকন এর উপর অতিরিক্ত ৫০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কি বই পড়বেন?

এমন একটা বই পড়া উচিৎ যেখানে থাকবে বিগত সালের প্রশ্নের এনালাইসিস, যা দেখে সহজেই বুঝতে পারবেন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। সাথে থাকবে বিগত সালের প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। এমনই একটি বই ‘দীপশিখা বিজ্ঞান‘। এক বইয়েই রয়েছে –

  • বিগত সালের প্রশ্নের এনালাইসিস
  • যেসব টপিক থেকে প্রশ্ন আসে তার পূর্ণাঙ্গ সাজেশন
  • প্রতিটি টপিকের সাজেশন অংশের পর সেই টপিক এর উপর আসা বিগত সালের প্রশ্ন, প্রাক্টিস টেস্ট ও অনলাইন পরীক্ষা
  • ১০০% ব্যাখ্যা সহ বিগত সালের প্রশ্নব্যাংক
  •  QR কোড স্ক্যান করে অনলাইন মডেল টেস্ট
  • পূর্ণাঙ্গ মডেল টেস্ট

বইটি পেতে যোগাযোগ করুন নিকটস্থ লাইব্রেরিতে অথবা সরাসরি কল করুন – ০১৩৩১৯০১৮৭৮ নম্বরে। এছাড়া বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Leave a Comment