HSTU Agriculture Subject Review

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিবছর সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয় যে সাবজেক্ট এ, তা হলো কৃষি শিক্ষা (Agriculture)। আজকে আমরা HSTU Agriculture Subject Review করবো এই লেখায়।

শুরুতেই একটি ছবি লক্ষ্য করুন, ছবিতে রয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি অনুষদে ভর্তি হওয়া একঝাক মেধাবী শিক্ষার্থী। হাবিপ্রবি’র এই ফ্যাকাল্টিকে বলা হয় Mother faculty, কারণ HSTU বিশ্ববিদ্যালয়ে রুপান্তর হওয়ার পূর্বে কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ ইনস্টিটিউট (১৯৭৯) ও হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ (১৯৮৮) হিসেবে কার্যক্রম পরিচালনা করে। যেহেতু কৃষি নিয়েই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে থেকেই কার্যক্রম চলমান, তাই বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদ বেশ ভালো ও পরিপূর্ণ। এটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন এবং বড় অনুষদগুলোর মধ্যে একটি। এখানে কৃষি বিষয়ক বিভিন্ন ডিগ্রি যেমন: বিএসসি ইন এগ্রিকালচার, এমএসসি ইন এগ্রিকালচার ইত্যাদি প্রদান করা হয়।

Leave a Comment