বাংলা – ৩০
০১। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
(ক) বাক+দান= বাগদান (খ) উৎ+ছেদ= উচ্ছেদ
(গ) পর+পর= পর¯পর (ঘ) সম+সার= সংসার
উত্তর – গ
০২। তরুচ্ছায়া শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) তরু+ছায়া (খ) তরু+চ্ছায়া
(গ) তর+ছায়া (ঘ) কোনোটিই নয়
উত্তর-ক
০৩। ‘গবাদি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
(ক) গো + আদি (খ) গবা + আদি
(গ) গো + আবাদি (ঘ) গবা + দি
উত্তর-ক
০৪। ‘মহাজাগতিক কিউরেটর’ রচনায় পাখির কোন বিষয় সম্পর্কে ভিন্নগ্রহীরা নিশ্চিত নয়?
(ক) বুদ্ধিমত্তা (খ) সচেতনতা
(গ) জীবন প্রণালি (ঘ) ক্রিয়াকর্ম
উত্তর- ক
০৫। “কহিল সে কাছে সরে আসি” পরের পঙক্তি কোনটি?
(ক) নাই হলো, না হোক এবারে
(খ) বৃথা কেন? ফাগুন বেলায়
(গ) অলখের পাথার বাহিয়া
(ঘ) কুহেলি উত্তরী তলে মেঘের সন্ন্যাসী
উত্তর
ঘ
০৬। ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় লেখক কোন ভাষারীতি অবলম্বন করেছেন?
(ক) সাধু ভাষা (খ) চলিত ভাষা
(গ) উপভাষা (ঘ) মিশ্র ভাষা
উত্তর
খ
০৭। ‘শিক্ষকদের শ্রদ্ধা করা উচিত’ এটি কোন ধরনের বাক্য?
(ক) অনুজ্ঞাসূচক (খ) নির্দেশমূলক
(গ) যোগিক (ঘ) মিথ্যা
উত্তর
ক
০৮। “রেইনকোট’ গল্পের পটভূমি কী?
(ক) বায়ান্নর ভাষা আন্দোলন
(খ) একাত্তরের মুক্তিযুদ্ধ
(গ) চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন
(ঘ) ঊনসত্তরের গনঅভ্যুত্থান
উত্তর
খ
০৯। কোনটি প্রাদি সমাস?
(ক) প্রবাদ (খ) প্রবেশ
(গ) আকণ্ঠ (ঘ) দুর্ভিক্ষ
উত্তর
ক
১০। ‘লালসালু’ উপন্যাস ‘মাজারটি তার শক্তি মূল’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) বিশ্বাস (খ) আনুগত্য
(গ) ভীতি (ঘ) অনুরাগ
উত্তর
খ
১১। ‘সব্যসাচী’ মানে কী?
(ক) যার কথা বেশি বলে
(খ) যার দুহাত সমান চলে
(গ) যার দুপা সমান চলে
(ঘ) যে সবসময় সত্য কথা বলে
উত্তর
খ
১২। ‘সাঁঝের মায়া কার লেখা?
(ক) বেগম রোকেয়া
(খ) আলী আহসান
(গ) বেগম সুফিয়া কামাল
(ঘ) কায়কোবাদ
উত্তর
গ
১৩। তিনি ধনী হলেও দাতা নন-বাক্যটি কী?
(ক) যৌগিক বাক্য (খ) জটিল বাক্য
(গ) সরল বাক্য (ঘ) কোনোটিই নয়
উত্তর
খ
১৪। কোনটি সঠিক?
(ক) পিপীলিকা (খ) পীপীলিকা
(গ) পিপিলিকা (ঘ) পিপীলীকা
উত্তর
ক
১৫। নিচের কোন জাদুঘরটি চট্টগ্রামে অবস্থিত?
(ক) বঙ্গবন্ধু জাদুঘর (খ) মুক্তিযুদ্ধ জাদুঘর
(গ) জাতিতাত্বিক জাদুঘর (ঘ) বরেন্দ্র জাদুঘর
উত্তর
গ
১৬। খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
(ক) পরা (খ) ইতি
(গ) অনু (ঘ) পরি
উত্তর
খ
১৭। ব্যাকরণের কোন অংশে কারক নিয়ে আলোচনা করা হয়?
(ক) অর্থতত্তে¡ (খ) ধ্বনিতত্তে¡
(গ) বাক্যতত্তে¡ (ঘ) রুপতত্তে¡
উত্তর
ঘ
১৮। দুবার জন্ম যার-
(ক) দ্বৈপায়ন (খ) বহুভুজ
(গ) দ্বিজ (ঘ) ধীমান
উত্তর
গ
১৯। খনিক শব্দের বিপরীত শব্দ কি?
(ক) অল্প (খ) ভর্তি
(গ) অধিক (ঘ) খুব
উত্তর
গ
২০। কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি ?
(ক) মহিলা কুলি (খ) কুলিনী
(গ) কামিন (ঘ) কামিনী
উত্তর
গ
২১। বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটকের নাম কি?
(ক) কুলীনকুলসর্বস্ব (খ) কৃষ্ণকুমারী
(গ) নীলদর্পন (ঘ) জমিদার দর্পন
উত্তর
খ
২২। অক্ষর শব্দের কোন উচ্চারণটি শুদ্ধ?
(ক) ওক্খোর (খ) ওকখর
(গ) অকখোর (ঘ) অকখর
উত্তর
ক
২৩। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
(ক) ৫ (খ) ৭
(গ) ৯ (ঘ) ১১
উত্তর
খ
২৪। কবি আলাওল কোন শতকের কবি?
(ক) ষোল (খ) সতেরো
(গ) আঠারো (ঘ) উনিশ
উত্তর
খ
২৫। হাসনাহেনা কোন দেশের শব্দ?
(ক) চীন (খ) পর্তুগিজ
(গ) জাপান (ঘ) ইরান
উত্তর
গ