রিফান্ড পলিসি
আমাদের থেকে অনলাইনে বই ক্রয়ের পর, আপনি যদি বইটি হাতে পাওয়ার ৩ (তিন) দিনের মধ্যে মনে করেন যে বইটি আপনার ভালো লাগেনি, তবে আপনি রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।

রিফান্ডের যোগ্যতা
- শুধুমাত্র অনলাইনে কেনা বইয়ের ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য।
- বই হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে যদি বইটি আপনার ভালো না লাগে, আপনি রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।
- বইটি অক্ষত ও দাগবিহীন থাকতে হবে। কোনো লেখালেখি, দাগ, ভাঁজ বা ক্ষতি থাকা চলবে না।

রিফান্ডের শর্তাবলী
- শুধুমাত্র অনলাইনে কেনা বইয়ের জন্য রিফান্ড প্রযোজ্য।
- বই হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে আমাদেরকে রিফান্ডের বিষয়ে অবহিত করতে হবে।
- বইটি সম্পূর্ণ অক্ষত, কোনোরকম দাগ, ভাঁজ, লিখন বা ক্ষতি ছাড়া আমাদের ঠিকানায় ফেরত পাঠাতে হবে।
- উভয় কুরিয়ার খরচ ক্রেতাকে বহন করতে হবে।
- আমরা বইটি হাতে পাওয়ার সর্বোচ্চ ৭ (সাত) কর্মদিবসের মধ্যে পণ্যের মূল্য (কুরিয়ার খরচ বাদে) রিফান্ড করব।

রিফান্ডের প্রক্রিয়া
- বইটি ফেরত পাওয়ার পর আমরা সেটি যাচাই করব।
- যাচাইয়ে বইটি রিফান্ডের যোগ্য হলে, বইটি আমাদের কাছে পৌঁছানোর ৭ কর্মদিবসের মধ্যে আপনার নির্ধারিত বিকাশ/নগদ/ব্যাংক একাউন্টে পণ্যের সম্পূর্ণ মূল্য (কুরিয়ার ব্যতীত) ফেরত দেওয়া হবে।