HSTU A Unit ভর্তি তথ্য ২০২৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (HSTU) এর A ইউনিট মূলত কৃষি ও জীববিজ্ঞানভিত্তিক অনুষদসমূহের জন্য নির্ধারিত। HSTU A Unit এর অধীনে রয়েছে কৃষি, ভেটেরিনারি, ফিশারিজ এর মত গুরুত্বপূর্ণ সাবজেক্ট।

HSTU A Unit আবেদন যোগ্যতা :

  • ২০২৪ বা ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পাস করতে হবে।
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় স্তরে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।
  • উভয় পরীক্ষার সম্মিলিত GPA ন্যূনতম ৮.০০ থাকতে হবে।
  • উচ্চমাধ্যমিকে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও গণিত থাকতে হবে।

A ইউনিটের আসন সংখ্যা:

HSTU A ইউনিটে ৩ টি সাবজেক্ট এ মোট আসন রয়েছে ৭৩৫ টি।

  • B.Sc. in Agriculture = ৫৭৫ টি
  • B.Sc. in Fisheries = ৮০ টি
  • Doctor of Veterinary Medicine (DVM) = ৮০ টি

A ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন:

মোট ১৫০ নম্বর এর উপর মেধাক্রম তৈরি হয়। ১০০ নম্বর এর MCQ পরীক্ষা, বাকী ৫০ নম্বর জিপিএ এর উপর।

  • পদার্থ ২৫
  • রসায়ন ২৫
  • জীববিজ্ঞান ২৫
  • ইংরেজি ২৫

🔸 প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

এক নজরে HSTU A ইউনিট ভর্তি ২০২৬:

বিষয় তথ্য আবেদন শুরু ০৯ আগস্ট ২০২৫ আবেদন শেষ ৩০ আগস্ট ২০২৫ ভর্তি পরীক্ষা ২১ আগস্ট – ২৪ আগস্ট ২০২৫ আবেদন ফি ১০০০ টাকা আবেদনের মাধ্যম অনলাইন https://hstu.ac.bd/admission ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ পাস নম্বর সর্বনিম্ন ৪০%

  • আবেদন শুরু ০৯ আগস্ট ২০২৫
  • আবেদন শেষ ৩০ আগস্ট ২০২৫
  • ভর্তি পরীক্ষা ২১ আগস্ট – ২৪ আগস্ট ২০২৫
  • আবেদন ফি ১০০০ টাকা
  • আবেদনের মাধ্যম অনলাইন https://hstu.ac.bd/admission
  • ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ
  • পাস নম্বর সর্বনিম্ন ৪০%

Leave a Comment